হাসান আজিজুল হক
486
ভাই কাঁকালে পুঁটুলি হলো
বিছেনা ছেড়ে একদিন আর উঠলে না
আমার বিয়ের ফুল ফুটল
মাটির রাজবাড়িতে আমার আদর
বড় সোংসারে থই মেলে না
আমার একটি খোঁকা হলো
সোয়ামি সোংসার নিয়ে আমার খুব গরব হলো
সোংসার সুখ-দুখের দুই সুতোয় বোনা বই-তো লয়
ও মা, মাগো, কতোদিন যাই নাই, এইবার বাপের বাড়ি যাব
ছেলে চলে গেল শহরে
সব গোলমাল লেগে যেচে
খোঁকা ভালো আছে তবে সোময়টো খারাপ
ছেলে আনো বাড়িতে, আর পড়তে হবে না
যা ভয় করেছেলম তা-ই হলো, ই সান্নিপাতিক জ্বর
সারা জাহান খাঁ খাঁ— হায়রে শোধ তোলা
সোংসার কাউকে ছেড়ে কথা বলবে না
কতো লোকের কতো বিচের, কতো বিধেন
পিথিমির পের্জা আর কতো বাড়াব
কি দিন এল, সারা দুনিয়ায় আগুন লাগল
আবার অ্যানেকদিন বাদে বাপের বাড়ি
গিন্নি বিছেনা নিলে, আর উঠলে না
আকাল আর যুদ্ধুর দুনিয়ায় কেউ বাঁচবে না
নোহ নবীর সোমায়ের কেয়ামত কি আবার এল
দুনিয়ায় আর থাকা লয়, গিন্নি দুনিয়া ছেড়ে চলে গেল
সোংসার তাসের ঘর, তুমি রাখতে চাইলেই বা কি
ভাই ভাই, ঠাঁই ঠাঁই, সবাই পেথগন্ন হলো
এত খুন, এত লউ, মানুষ মানুষের কাছে আসছে খুন করার লেগে
রাখাল যেমন করে গরু ডাকিয়ে নিয়ে যায় তেমনি করে এই একটো-দুটো
আর কেউ নাই, এইবার আমি একা