Hridoye Bangladesh by Kyawshen Rakhine, chapter name পদপিষ্ট মানবতা

পদপিষ্ট মানবতা

মনের সৈকতে ছড়িয়ে থাকা

ভাবনার ঝিনুক গুলো কুড়িয়ে

মনে হয় শুধু অনুপম সুন্দর কবিতা লিখে

হৃদয়ের পাতায় পাতায় ভরি,

কিন্তু আমি পারিনা।

যন্ত্রণার বিদগ্ধ কর্ণফুলী নদীতে

কবিতার সুন্দর শরীরে

ঢেউ তুলতে ব্যর্থ আমি।

 

আকন্ঠ নীল ব্যথার কর্ণফুলী নদীতে অস্তগামী সূর্যের

বিষন্ন রক্তিম আভা এসে গ্রাস করে যেন প্রতিক্ষণ,

আমার ভাবনার দর্পনে ভেসে আসে

প্রতিদিন প্রতিকারহীন ধর্ষিতা নারীদের জীবন যন্ত্রণা।

তনু,মনু থেকে শুরু করে আদিবাসী ফুলকুমারী

পর্যন্ত বাদ যায় না কতিপয় পুরুষের কামুক থাবায়।

 

কেউ কোপ দেয় হুমায়ুন আজাদকে

অন্য কেউ জাফর ইকবালকে।

আবার কখনো দেখি,কেউ বা করে রগ কর্তন,

কেউ বা করে গলার কর্তন,

আর অন্য কেউ বা করে বুদ্ধিজীবি ও মুক্তমনা

ব্লগারদের এক্কেবারেই খতম।

 

আবার কখনো দেখি,কেউ ভাঙ্গে মন্দির,

 কেউ বা ভাঙ্গে মসজিদ,

আবার মাঝেমাঝে সংখ্যালঘুদের ঘর পুড়ে ছাই হতেও দেখি।

 

দারিদ্র্যের লেলিহান শিখায় ছাই করে দেয়া

আমার কৃষক ভাইয়ের আগামী দিনের ভবিষৎ,

অনেক অন্নহীন, বস্ত্রহীন, নিঃস্ব বেদনার্ত

মুখের করুণ ছবি দেখি প্রতিদিন।

এভাবে আর কতদিন পদপিষ্ট হবে

আমাদের মানবতার???