Hridoye Bangladesh by Kyawshen Rakhine, chapter name শহীদ স্মৃতি

শহীদ স্মৃতি

উত্তপ্ত দিনের আলোতে শ্যামল ছড়ায়ে

সে এক বিচিত্র অরণ্য,বসে আছে কারা?

ওরা চার জন,কখন আসবে সালাম?

শত্রুরা হয়তো এলাকাটা ঘিরে - 

বসে আছে,কোনো এক ব্যাঙ্কারে,

চোখে মুখে পৌচাষিক অট্টহাসি।

হয়তো পেলেই গুলিবিদ্ধ করে

রক্তে ভাসিয়ে দেবে এদেশের

সবুজ, শ্যামল অরণ্য ভূমিকে।

 

কিছুক্ষণ হল, উত্তেজনার অস্থিরতায়

বাংলার একদল তরুণ সৈনিক

ওৎপেতে বসেছিল উদত্ত জমিনে।

হৃদয়ে অত্যাচারের কষাঘাত,

হঠাৎ শত্রু আক্রমণে তারা

স্থান পরিবর্তন করেছিলো।কিন্তু

রফিক আর পারলো না, আবারো

মেশিনগানের গর্জন - 

আতঙ্কে উঠলো তরুণ সৈনিকেরা,

হাঁপাতে হাঁপাতে গুলিবিদ্ধ

নাম না জানা তরুণ সৈনিক - 

ছুটে এলো বন্ধুদের কাছে - আর

পারলাম না, তোরা স্বাধীন করিস

এ সোনার বাংলাদেশকে।

 

তার হয়তো ইচ্ছে ছিল,স্বপ্ন ছিল

এ দেশকে একদিন স্বাধীন করে,

তার মায়ের কাছে গিয়ে বলবে - 

“মা আমরা আবারো তোর ভাষায়

কথা বলতে পারবো।”

কিন্তু সে আর হলো না,

রক্তে রঞ্জিত হয়ে ছড়িয়ে

ছিটকে পড়লো সবুজ মাটিতে ;

রক্তে লাল হয়ে শহীদ হলো

ত্রিশ লাখ শহীদের একটি।।