Hridoye Bangladesh by Kyawshen Rakhine, chapter name এই কেমন সভ্যতা!

এই কেমন সভ্যতা!

ইদানীং স্বপ্নের সাথে বিরোধ হয়

বিরোধ বাঁধে আমার অবাধ্য ইচ্ছে সাথে

যখন মুখোমুখি হয় হাজারো মানুষের

যখন প্রতিবিন্বিত হয় আমার আবয়ব

 আমারী সাথে।

 

আমাদের চারপাশে যখন ভিড় করে ওদের করুণ মুখ,

যাদের মমতায় আমরা বেড়ে উঠেছি শৈশবে

ফেলে এসেছে দুরন্ত কৈশোর,যৌবনের সোনালী দিন,

আমরা কি কখনো জিজ্ঞেস করেছি নিজেদের!

ওরা কেমন আছে এখন(?) কেমন করে কাটছে দিন??

 

লাঙ্গলের ফলায় যাদের রক্ত মিশে একাকার হয়ে

আমাদের মুখে উঠে আসে ক্ষুধার অন্ন

চিমনির ধুঁয়া আর লোনা ঘামে আমাদের নরম গায়

শোভিত হয় ছেঁড়া কাপড়ের বাহার।

ছেঁড়া লুঙ্গী পড়ে যে ছেলেটি বৃষ্টিতে ভিজে

রিক্সা টেনে টেনে পৌঁছে দেয় অফিসে,গন্তব্যে;

হিপোক্রেটদের মতো টেবিল চাপড়ে বলি ওদের কথা।

 

জীবনের চারদিকে শুধু লাগাতার হরতাল,ধর্মঘট, মৃত্যু, রক্তক্ষয়;

ক্ষমতার অমৃত আস্বাদে বেমালুম ভুলে গেছে সব!

পাহাড়ের আদিবাসীদের ঘরগুলো আঙ্গুনে

পুড়ে ছাই হোক ক্ষতি কী!

পাহাড়ে পাহাড় ধসে মানুষ মরুক ক্ষতি কী!!

শুধু আমি বেঁচে থাকতে চাই - বেঁচে থাকুুক শাসনতন্ত্র।

কি বিভৎস রক্তক্ষয় প্রতিদিন জীবনের চারদিকে

কতোটা যুগ কেটে গেলো - থামেনি ক্ষমতা লড়াই……………..

সবখানে ক্ষুধার আহাজারি চারদিকে।

 

রঙিন টিভি’র পর্দায় মানবতার কষ্ট দেখে

আমরা কখনো হয়ে যায় কবি,মহাকবি

কখনো বা মানবতাবাদী মাদারতেরেসা

বিশ্ব জুড়ে স্যাটেলাইটের কি বিস্ময়কর সফলতা!!!

রাত পেরুলেই সব মিথ্যে হয়ে যায়

DJ রক মিউজিকের উদ্যাম নৃত্যের তালে তালে ঢলে পড়ে সব

আমার স্বপ্নরা মিথ্যের মুখোমুখি হয়,

যেমনি আমরা আয়না প্রতিবিন্বিত হয় প্রতিদিন।

অথচ আমরাই নাকি সৃষ্টি সেরা(!)

এই কেমন সভ্যতা!!!