Bhanushingho Thakurer Padabali by Rabindranath Tagore, chapter name সতিমির রজনী

সতিমির রজনী

(৯)


মিশ্র জয়জয়ন্তী।

সতিমির রজনী, সচকিত সজনী
 শূন্য নিকুঞ্জ অরণ্য!
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
 বালা বিরহ-বিষণ্ণ!
নীল অকাশে, তারক ভাসে
 যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
 কুসুমিত বল্লি বিতান।
তৃষিত নয়ানে, বন-পথ পানে।
 চায় বিয়াকুল বালা,
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে
 গাঁথে বন-ফুল মালা।

সহসা রাধা চাহল সচকিত
 দূরে খেপল মালা,
কহল “সজনি শুন, বাঁশরি বাজে
 কুঞ্জে আওল কালা!”
চমকি গহন নিশি, দূর দূর দিশি
 বাজত বাঁশি সুতানে।
কণ্ঠ মিলাওল, ঢলঢল যমুনা
 কল কল কল্লোল গানে।
হসিত বয়ানে ফুল্ল নয়ানে
 কুঞ্জে আওল কালা,
সঙ্গিনী মেলয়ি, নাচল গাওল
 উলসিল রাধিক বালা।
কহতহু ভানু-শুন গো কানু
 পিয়াসিত গোপিনী প্রাণ।
তোহার পীরিত বিমল অমৃত রস
 হরষে করবে পান।