সজনি গো, শাঙন গগনে
(১৩)
মল্লার।
সজনি গো——
শাঙন গগনে ঘোর ঘনঘটা
অঁধার যামিনীরে।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব
অবলা কামিনীরে।
উন্মদ পবনে যমুনা উথলত
ঘন ঘন গরজত মেহ[২]।
দমকত বিদ্যুত বজ্র নিনাদত,
থরহর কম্পত দেহ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্,
বরখত[৩] নীরদ পুঞ্জ।
ঘোর তমস তৰু তাল তমালে
নিবিড় তিমিরঘন কুঞ্জ।
বোল ত সজনী এ দুৰুযোগে
কুঞ্জে নিরদয় কান
দাৰুণ বাঁশী কাহ বজায়ত
রাধা রাধা নাম।
সজনি—
মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে।
নয়নে অঞ্জন রঞ্জহ সত্ত্বর
অলত লগা দে পায়।
একল যাওব ষঁহি রে বাঁশী
রাধা রাধা গায়।
হিয়া মাঝ সখি প্রেম দীপতছ
অঁধামে ক্যা হয় ডরলো।
শ্যামক ছোড়য় রাধা কয়সে
একলি রহবে ঘর লো।
গহন রয়নমে ন যাও বালা
নওল কিশোর-ক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর খাওব
কহে ভানু তব দাস।