Bhanushingho Thakurer Padabali by Rabindranath Tagore, chapter name বাদর বরখন

বাদর বরখন

(১৪)


মল্লার।

বাদর বরখন, নীরদ গরজন,
 বিজুলী চমকন ঘোর,
উপেখই কৈছে, আও তু কুঞ্জে
 নিতি নিতি মাধব মোর!
ঐছন কুঞ্জে আসিও না তুঁহু,
 মিনতি করত হতভাগী,
মাধব কাহ তু পাওব দুখরে,
 দুখিনী হমার লাগি?
ঘন ঘন চপলা চমকয় যব পহু
 বজর পাত যব হোয়,
তুহুক বাত তব সমরয়ি মাধব
 ডর অতি লাগত মোয়!

অঙ্গ-বসন তব, ভীঁখত[১] মাধব
 ঘন ঘন বরখত মেহ,
ক্ষুদ্র বালি[২] হম, হমকো লাগয়
 কাহ উপেখবি দেহ?
কত জ্বালা দুখ সহলি শ্যাম তুঁহু,
 হমার পীরিত লাগি,
সহলিরে গঞ্জন দেশ বিদেশে
 ভইলিরে কলঙ্কভাগী!
যাও যাও পহু, মথুরানগরে
 মিটবে সব সুখ-আশ।
জনম জনম তুঁহু সিংহাসন পরি
 করহ সুখে পহু বাস।
দূরদেশ রহি লোক মুখে হম
 শুনইব তুঝ যশগান,
দূরদেশ রহি, মহিমা শুনি তব
 ধন্য মানইব প্রাণ!

বিসরো[৩] মাধব গোপিনী জনকো
 বিসরো ময়কো শ্যাম,
বিসরো মাধব, পীরিতি লীলা
 সুখ-বৃন্দাবন ধাম।
ভানু কহে বৃকভানুনন্দিনী
 প্রেমসিন্ধু মম কালা
তোঁহার লাগয় প্রেমক লাগয়
 সব কছু সহবে জ্বালা!