Bhanushingho Thakurer Padabali by Rabindranath Tagore, chapter name বসন্ত আওল রে

বসন্ত আওল রে

(১)

বাহার।

 বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী
 কানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
 হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
 দূর দূর চলি গেল।

মরমে বহই বসন্ত সমীরণ,
 মরমে ফূটই ফুল,
মরম কুঞ্জপর বোলই কুহু কুহু
 অহরহ কোকিল কুল।
সখিরে উছসত প্রেমভরে অব
 ঢলঢল বিহ্বল প্রাণ,
নিখিল জগত জনু হরখ-ভোর ভরি
 গাবই প্রেমক গান।
যাও যাও সখি মাধব পাশে
 শ্যামক আনহ ডাকি,
কহিও বনময় ফূটল ফুলদল
 গাওত শত শত পাখী।
কহিও সারা জগত হরখময়
 হাসত উনমদ প্রাণে,

দুখিনী রাধা হাসব হরখে
 হেরয়ি তছু মুখপানে।
ভরমিব দুঁহু মিলি সারা বনময়
 মোহন যমুনা তীরে,
মাতল মানস আকুল ভইবে
 অতি মৃদু মন্দ সমীরে।
নীরব রাতে ধীর ধীর অতি
 বাঁশি বজাওবে শ্যাম,
উলসিত ফুলদল পুলকিত যমুনা,
 জাগবে কানন ধাম।
ভানু কহত অতি গহন রয়ন অব,
 বসন্ত সমীর শ্বাসে
আকুল বিহ্বল রিঝ উনমতল,
 নয়ান মূদয়ি আসে।