Bhanushingho Thakurer Padabali by Rabindranath Tagore, chapter name শুনলো শুনলো বালিকা

শুনলো শুনলো বালিকা

(২)

ভৈরবী।

 শুনলো শুনলো বালিকা,
 রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে।
 দুলই কুসুম মুঞ্জরী,
 ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে।
 শশি-সনাথ যামিনী,
 বিরহ-বিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
 অধর উঠই কাঁপিয়া,
 সখি-করে কর আপিয়া,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।

 মৃদু সমীর সঞ্চলে
 হরয়ি শিথিল অঞ্চলে,
বালি হৃদয় চঞ্চলে কানন-পথ চাহিরে;
 কুঞ্জপানে হেরিয়া,
 অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহিরে!