ইঙ্গিত by কৃষ্ণদাস আচার্য্য চৌধুরী, chapter name ক্ষুদে

ক্ষুদে


এক ফোঁটা মেয়ে।

মা ডাক্‌লেন, “ক্ষুদে, ভাত খাবি নি? আয়।”


“না।”


"কেন?“


“বিশুদাদা যে বল্লে কাল তারা খায় নি।”


বিশু ওপাড়ার গরীব বিধবার ছেলে।